প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
জেলা প্রশাসনের মাধ্যমে এডিপিভুক্ত শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন নিশ্চিতকরণ সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের অযৌক্তিক আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার ৮ ফেব্রুয়ারি বিকেলে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেছে ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।
জানা গেছে, গত ১৮ জানুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের স্বাক্ষরিত চিঠিতে সরকারের উন্নয়ন প্রকল্পসমূহ মাঠ পর্যায়ে সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে এডিপিভুক্ত শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ণ নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনকে সম্পৃক্ত করতে অনুরোধ করেছেন (যার স্মারক নং ০৫.০০.০০০০.১৪১.৯৯.০০১.২১.০৩)।
জেলা প্রশাসকগণকে এডিপিভুক্ত শতভাগ প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়ণের দায়িত্ব প্রদান সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ বাতিল করার জন্য এই মানববন্ধনের আয়োজন। এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের মানববন্ধন উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোহাম্মদ আবরার আহম্মেদ, উপ-সহকারী প্রকৌশলী মোঃ তাজুল ইসলাম, মোঃ আল আমিন, মোঃ মেহেদী হাসান মামুনসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।