প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
বৈরী আবহাওয়ার কারণে চাঁদপুর-শরীয়তপুর নৌরূটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। ৪ ফেব্রুয়ারি শুক্রবার দুপুর ১টা থেকে নৌরুটের হরিণা ও নরসিংহপুর থেকে ফেরি চলাচল বন্ধের নির্দেশনা দেয়া হয়। বিআইডব্লিউটিএ’র চাঁদপুর হরিণা ফেরিঘাট ব্যবস্থাপক আব্দুর নুর তুষার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দুপুর পৌনে ১টা থেকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থেমে থেমে বাতাস বইতে থাকে। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাতও শুরু হয়। ঝড়ো বাতাসে মেঘনা নদী উত্তাল হয়ে ওঠায় দুর্ঘটনা এড়াতে দুপুর ১টা থেকে নৌরূটের সকল ফেরি চলাচল বন্ধ করা হয়।
তিনি আরো জানান, আকাশের অবস্থা খারাপ হয়ে ওঠায় প্রায় ৩ ঘন্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে বিকেল ৪টার পর দুই পাড় থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।