প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
ফরিদগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামিকে আটক করা হয়েছে। ৪ ফেব্রুয়ারি শুক্রবার গভীর রাতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করে জি আর মামলার ৫ আসামী ও সি আর মামলার ৩ আসামীসহ মোট ৮ জনকে গ্রেফতার করে পুলিশ।
আটককৃত নন জি আর মামলার ৫ আসামীরা হলেন- উপজেলার উপাদিক এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে মোঃ জাবেদ, মৃত হাসমত উল্যাহর ছেলে মোঃ সাইফুল ইসলাম, বাচ্চু মিয়ার ছেলে শরীফ হোসেন, আরিফ হোসেন ও মোঃ ভতু মিয়ার ছেলে মোঃ সোহেল।
সি আর মামলার ৩ আসামীরা হলেন- উপজেলার বড়ালী এলাকার হাজী বাড়ির মৃত হাসমত আলী ও নূরুল ইসলামের স্ত্রী খুর্শিদা বেগম, চরবসন্ত এলাকার সিরাজ মিয়ার ছেলে মোঃ ইমাম হোসেন ও একই এলাকার মৃত ওছমান ভূঁইয়ার ছেলে মোঃ বাহার উদ্দিন ভূঁইয়া।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, বিশেষ অভিযান পরিচালনা করে ৮ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।