মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে আটক ৮
এমকে মানিক পাঠান ॥

ফরিদগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামিকে আটক করা হয়েছে। ৪ ফেব্রুয়ারি শুক্রবার গভীর রাতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করে জি আর মামলার ৫ আসামী ও সি আর মামলার ৩ আসামীসহ মোট ৮ জনকে গ্রেফতার করে পুলিশ।

আটককৃত নন জি আর মামলার ৫ আসামীরা হলেন- উপজেলার উপাদিক এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে মোঃ জাবেদ, মৃত হাসমত উল্যাহর ছেলে মোঃ সাইফুল ইসলাম, বাচ্চু মিয়ার ছেলে শরীফ হোসেন, আরিফ হোসেন ও মোঃ ভতু মিয়ার ছেলে মোঃ সোহেল।

সি আর মামলার ৩ আসামীরা হলেন- উপজেলার বড়ালী এলাকার হাজী বাড়ির মৃত হাসমত আলী ও নূরুল ইসলামের স্ত্রী খুর্শিদা বেগম, চরবসন্ত এলাকার সিরাজ মিয়ার ছেলে মোঃ ইমাম হোসেন ও একই এলাকার মৃত ওছমান ভূঁইয়ার ছেলে মোঃ বাহার উদ্দিন ভূঁইয়া।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, বিশেষ অভিযান পরিচালনা করে ৮ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়