শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২১, ০০:০০

১০ দিনব্যাপী মুড়ি উৎসব সমাপ্ত
বাদল মজুমদার ॥

চাঁদপুর ড্রামার ১০দিনব্যাপী ৬ষ্ঠ মুড়ি উৎসব সমাপ্ত হয়েছে। আাগামীতে বড় আসরে উৎসব পালন করার সিদ্ধান্ত জানানো হয়েছে। গত সোমবার রাত ৮টায় চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্র মিলনায়তনে মুড়ি উৎসবের সমাপ্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুড়ি উৎসব কমিটির আহ্বায়ক বিশিষ্ট সমাজ সেবক মোঃ ফারুক হোসেন ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোওয়ারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ মাহফুজুর রহমান টুটুল, পৌর প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, ফরিদা ইলিয়াস, যুবলীগ সদস্য ওয়াহিদুর রহমান বাবু, জেলা পরিষদের সদস্য মুকবুল হোসেন মিয়াজী ও জেলা যুবলীগের সদস্য গাজী আবদুল গনি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর ড্রামার বর্ষীয়ান নাট্যকার মজিবুর রহমান দুলাল, মুড়ি উৎসব কমিটির সদস্য সচিব শঙ্কর রায়, সদস্য সাইফুল ইসলাম রাসেল, অমরেশ দত্ত জয় প্রমুখ।

সঞ্চালনায় ছিলেন মুড়ি উৎসব কমিটির সদস্য মানিক পোদ্দার। সার্বিক সহযোগিতায় ছিলেন উৎসবের প্রধান উপদেষ্টা তপন সরকার।

প্রধান অতিথি তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী তাঁর বক্তব্যে বলেন, প্রতিটি মানুষ মুড়ি খেতে পছন্দ করে। অতি প্রাচীনকাল থেকে মুড়ির প্রচলন রয়েছে। গ্রাম বাংলার ঐতিহ্য মুড়ি। এই ঐতিহ্য ধরে রাখতে হবে। এছাড়াও রমজান মাসে ইফতারের তালিকায় প্রতিটি মুসলমান মুড়ি খেয়ে থাকে। এখনো প্রতিটি বাড়িতে ও প্রতিটি ঘরে মুড়ির কদর রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়