শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২১, ০০:০০

কচুয়া মুক্ত দিবস পালন করলো ‘আলোর মশাল’
মেহেদী হাসান ॥

‘করিব আঁধার দূর, জ¦ালিব আলোর মশাল’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘আলোর মশাল’ সামাজিক যুব সংগঠনের উদ্যোগে কচুয়া মুক্ত দিবস উদ্যাপন করা হয়েছে। ৫ ডিসেম্বর সোমবার ‘আলোর মশালে’র আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। ওইদিন বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও আলোর মশালের উপদেষ্টা আলহাজ¦ জাবের মিয়ার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় টেলিকনফারেন্সে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

আলোর মশালের উপদেষ্টা সনতোষ চন্দ্র সেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রশাসক দীপায়ন দাস শুভ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা কুলসুম মনি, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব উল আলম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, সাবেক সভাপতি প্রিয়তোষ পোদ্দার, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাণধন দেব, কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা সমিতির সভাপতি জাকির হোসেন বাটা, আলোর মশালের আহ্বায়ক ওমর ফারুক সাইম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মেহেদী হাসান প্রমুখ।

মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আঃ হালিম মাস্টার, নজরুল ইসলাম ও আনোয়ার হোসেন সিকদার। মুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষে বক্তব্য রাখেন সভাপতি মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক ফারজানা রহমান রতœা, শ্রীরামপুর মোহাম্মদিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি নাসির উদ্দীন প্রধান।

আলোচনা সভার শুরুতেই বীর মুক্তিযোদ্ধা ও অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। আলোচনা সভা শেষে মরহুম মুক্তিযোদ্ধাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়