প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর জেলা পুলিশ লাইন্স মাঠে পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড ও কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর হেডকোয়ার্টার) মোহাম্মদ মঈনুল ইসলাম পিপিএম-এর উপস্থাপনায় মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব ও সাপ্তাহিক মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার)। প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
পরবর্তীতে পুলিশ সুপার জেলা পুলিশের অস্ত্রাগার, ডি-স্টোর, রেশন স্টোর, যানবাহন শাখা, সি-স্টোর, ফোর্সের মেস ও ব্যারাক পরিদর্শন শেষে করণীয় বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
প্যারেড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মোঃ সোহেল মাহমুদ পিপিএম-এর নেতৃত্বে অফিসার ও ফোর্সের সমন্বয়ে জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
কল্যাণ সভায় পিআরএল গমনকারী পুলিশ সদস্যদের ফুলেল শুভেচ্ছা, মানপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার)।
সভায় গত সেপ্টেম্বর-নভেম্বর পর্যন্ত অভিন্ন মানদ-ের আলোকে বিভিন্ন ক্যাটাগরিতে সফলতা অর্জনকারী ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ আবুল কালাম চৌধুরীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।