প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২১, ০০:০০
গত ৫ ডিসেম্বর উপজেলা প্রেসক্লাব হাইমচরের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সদস্য যাচাই-বাছাই কমিটির সদস্যরা সর্বমোট ২৫টি জমাকৃত সদস্য ফরম থেকে চূড়ান্ত যাচাই-বাছাই সাপেক্ষে ২৪টি সদস্য ফরম গৃহীত বলে গণ্য করে উপস্থাপন করেন।
২৪টি সদস্য ফরম সাধারণ সভায় গৃহীত হওয়ার পর সর্বসম্মতিক্রমে দৈনিক চাঁদপুর কণ্ঠের হাইমচর উপজেলা ব্যুরো ইনর্চাজ মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীকে নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচিত করা হয়। তারপর তিনি ১৮ ডিসেম্বর ২০২১ তারিখে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানান।
তিনি বলেন, উপজেলা প্রেসক্লাব হাইমচর-এর গঠনতন্ত্রের সকল প্রকার নিয়ম-নীতি মেনে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে ইনশাল্লাহ।
সবশেষ তিনি উপজেলা প্রেসক্লাব, হাইমচর-এর উন্নতি কামনা করে বক্তব্য শেষ করেন।