প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার)-এর সভাপ্রধানে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়ের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি মেনে বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, রুজুকৃত মামলাসমূহ কেইস টু কেইস বিশ্লেষণসহ তদন্তের মান বৃদ্ধি এবং তদন্তে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। সভায় জেলার সকল এএসপি সার্কেল, থানার অফিসার ইনচার্জসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ভার্চুয়ালি যুক্ত ছিলেন।