প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২১, ০০:০০
‘করিব আঁধার দূর, জ¦ালিব আলোর মশাল’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কচুয়ার শ্রেষ্ঠ বেসরকারি সামাজিক সংগঠন আলোর মশাল সামাজিক যুব সংগঠনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। ৩ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কচুয়া পৌর বাজারের কালাম এন্টারপ্রাইজের তৃতীয় তলায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আলোর মশাল সামাজিক যুব সংগঠনের প্রধান উপদেষ্টা ও কচুয়া কণ্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান সমাজসেবক শরিফুল ইসলাম মিঠু।
আলোর মশালের আহ্বায়ক ওমর ফারুক সাইমের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলোর মশালের উপদেষ্টা ও চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১-এর সভাপতি তৌহিদুল ইসলাম খোকা, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, সাবেক সভাপতি আলমগীর তালুকদার, প্রিয়তোষ পোদ্দার, পাক্ষিক কচুয়া কণ্ঠের সম্পাদক ও প্রকাশক মোঃ হাবিবউল্লাহ হাবিব, পৌর কাউন্সিলর আবুল খায়ের রুমি, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিউদ্দীন, সিনিয়র সহ-সভাপতি আতাউল করিম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন শিকদার, এইচড্যাবের মহাসচিব ভিপি জাকির হোসেন, কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা সমিতির সভাপতি জাকির হোসেন বাটা, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কচুয়া উপজেলা শাখার সভাপতি ওমর খৈয়াম বাগাদাদী রুমি, সমাজসেবক কামাল হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কেটে আলোর মশালের সাফল্যের ৬ষ্ঠ বর্ষপূর্তি অনুষ্ঠান পালন করেন অতিথিবৃন্দ। এ সময় আলোর মশালের সকল সদস্য, উপদেষ্টা, এলাকার সুধীজন ও গুণীজন উপস্থিত ছিলেন।