প্রকাশ : ০৭ জুলাই ২০২১, ০০:০০
ফরিদগঞ্জে লকডাউনের ৬ষ্ঠ দিনেও স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা আদায় করা হয়েছে রয়েছে। গতকাল মঙ্গলবার দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০টি মামলায় ১২ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ফরিদগঞ্জ বাজার, বাসস্ট্যান্ড, কালিরবাজার চৌরাস্তা, ভাটিয়ালপুর চৌরাস্তা, ধানুয়া বাজার, গোয়ালভাওড় বাজার এবং গাজীপুর বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় ও নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে দণ্ডবিধি ১৮৬০ণ্ডএর ২৬৯ ধারায় ৬টি মামলায় ৬ হাজার ৫শ’ টাকা টাকা জরিমানা আদায় করে।
এদিকে নির্বাহী ম্যাজিস্ট্র্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ফরিদগঞ্জ বাজার, বাসস্ট্যান্ড, কালিরবাজার চৌরাস্তা, ভাটিয়ালপুর চৌরাস্তা, ধানুয়া বাজার, শোভান চৌরাস্তায় স্বাস্থ্যবিধি না মানায় ও নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে দণ্ডবিধি ১৮৬০ণ্ডএর ২৬৯ ধারায় ৪টি মামলায় ৬ হাজার টাকা জরিমানা আদায় করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি জানান, আমরা করোনা সংক্রমণ ঠেকাতে এবং মানুষকে এই বিষয়ে সচেতন করতে প্রতিদিন অভিযান অব্যাহত রেখেছি।