প্রকাশ : ০৭ জুলাই ২০২১, ০০:০০
কচুয়ায় লকডাউনের ষষ্ঠ দিনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখায় ৫ প্রতিষ্ঠানের মালিককে ৭ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৬ জুলাই) উপজেলার রহিমানগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একি মিত্র চাকমা।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, লকডাউনের অন্যান্য দিনের তুলনায় বাজারগুলোতে সাধারণ মানুষের উপস্থিতি ছিলো কম। তবে সড়কগুলোতে সিএনজি ও অটোরিকশার অবস্থান ছিলো চোখে পড়ার মতো।