মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ০৬ জুলাই ২০২১, ০০:০০

বহু সমস্যার কবলে কচুয়ার কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়
ফরহাদ চৌধুরী ॥

কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের ১২৪নং কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বহু সমস্যা কবলিত। ১৯৮৮সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির পাশ দিয়ে বয়ে যাওয়া বোয়ালজুরি খালের প্রবহমান স্রোতে বিদ্যালয়ের প্রবেশ পথসহ অন্য অংশ ক্রমাগত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিদ্যালয়ে ১১৫ জন শিক্ষার্থীর জন্যে ৪ জন শিক্ষক রয়েছে। বিদ্যালয়ে প্রবেশ করার পথটি বেশিরভাগ ভেঙ্গে পাশর্^বর্তী খালে তলিয়ে যাচ্ছে। ফলে প্রায়শই কোমলমতি শিক্ষার্থীরা খালে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে।

অভিভাবকগণ জানান, এ বিদ্যালয়ের ব্যবহারের অযোগ্য একটি টয়লেট রয়েছে, যা দীর্ঘদিন ধরে সংস্কার না করায় ছেলেমেয়েদের প্রকৃতির ডাকে সাড়া দেয়ার প্রয়োজন হলে খোলা আকাশের নিচে তা সেরে নিতে হয়। বিদ্যালয়ে টিউবঅয়েল নেই। বিদ্যালয় ভবনটির বিভিন্ন স্থান ধসে পড়তে শুরু করেছে। অভিভাবকগণ জানান, এখানে পড়ালেখার কোনো পরিবেশ নেই। পড়ালেখার প্রতি শিক্ষকদের আন্তরিকতা নেই বললেই চলে। দায়সারা গোছের হাজিরা দেয়ার জন্যে মাঝে মাঝে শিক্ষকরা বিদ্যালয়ে যাতায়াত করেন।

অভিভাবকগণ আরো জানান, প্রতিবছর ক্ষুদ্র মেরামত, প্রাক প্রাথমিক ও স্লিপের অর্থ সঠিকভাবে ব্যবহার হলে এসব সমস্যা থাকতো না। এলাকাবাসী সমস্যাগুলো সমাধান করে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন জানান, আমি ৩৩ বছর যাবৎ এখানে আছি। বিদ্যালয়ের গাইডওয়ালের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি পরিচালনা পর্ষদের ব্যাপার। তাছাড়া বিভিন্ন সময়ে প্রাপ্ত সরকারি বরাদ্দ যথাযথভাবে ব্যবহার করছি। বিভিন্ন অনিয়মের বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার এএইচএম শাহরিয়ার রসুল জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়