প্রকাশ : ০৬ জুলাই ২০২১, ০০:০০
চাঁদপুর জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সেক্রেটারি, চাঁদপুর প্রেসক্লাবের সম্মানিত সদস্য সাইফুল আজমের পিতা আঃ আজিজ দেওয়ানের শরীরে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি ঢাকা মেট্রোপলিটন মেডিকেল সেন্টার হসপিটালে চিকিৎসাধীন আছেন। গত ২ জুলাই এই হসপিটালে তাঁর অস্ত্রোপচার হয়। তাঁর শরীরের ঘাড়ে এবং কোমরে অস্ত্রোপচার করা হয় বলে ছেলে সাইফুল আজম জানান। তিনি এই হসপিটালের চিকিৎসক প্রফেসর ডাঃ কনক কান্তি বড়ুয়ার অধীনে চিকিৎসাধীন আছেন।
আঃ আজিজ দেওয়ানের সুস্থতা কামনা করে গতকাল সোমবার জেলা রেস্তোরাঁ মালিক সমিতির পক্ষ থেকে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। গতকাল বাদ আছর শহরের চৌধুরী জামে মসজিদে এই দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চৌধুরী মসজিদের পেশ ইমাম মাওঃ মোহাম্মদ হোসাইন। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সহ-সভাপতি এএইচএম আহসান উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, জেলা রেস্তোরাঁ মালিক সমিতির আইন উপদেষ্টা শাহ মোঃ আঃ কুদ্দুস, সমিতির সভাপতি আলহাজ্ব আঃ রহিম খান, সহ-সভাপতি আলহাজ্ব হেদায়েত উল্লাহ মিজি, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব নূরুল আলম লালু, যুগ্ম সাধারণ সম্পাদক এমএ লতিফ, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মাসুদ আখন্দ, দপ্তর সম্পাদক আলহাজ্ব মজিবুর রহমান আখন্দ (মাইনু), প্রচার সম্পাদক বিল্লাল হোসেন গাজী, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন বেপারী, সাধারণ সদস্য মোঃ নূরুল কোরবান ও গাজী হোটেলের মালিক আলহাজ্ব দেলোয়ার হোসেনসহ বিভিন্ন হোটেলের মালিক এবং অন্য মুসল্লিগণ। এছাড়া তাঁর সুস্থতা কামনা করেন সমিতির কোষাধ্যক্ষ সম্পদ সাহা, টিটন ঘোষ ও আদি মিষ্টি মেলার সংকর দত্ত। দোয়া শেষে সকলের মাঝে তবররুক বিতরণ করা হয়।