প্রকাশ : ০৬ জুলাই ২০২১, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এই গ্রামের মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাটোয়ারী বাড়ির সম্মুখস্থ মসজিদের নিকট হতে পার্শ্ববর্তী চাঁদপুর গ্রামের মরহুম শরীফুল ইসলাম (শুক্কুর) গাজীর বাড়ির সম্মুখ পর্যন্ত রাস্তাটি পাকাকরণের কাজ করা হচ্ছে। কিন্তু রাস্তার পাশের পাইলিং করার পিলারগুলো নিম্নমানের ইটের কণা দিয়ে করা হচ্ছে। এক নাম্বার ইটের সাথে মিঠা কড়া, ২ নাম্বার ও ৩ নাম্বার ইট এনে তা ভেঙ্গে রাস্তায় ফেলা হয়। কংক্রিট কম দিয়ে বালু বেশি দেয়া হয়েছে।
স্থানীয় লোকজন অনিয়মের বিষয়ে কাজের শ্রমিক ও কাজ দেখাশোনা করার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে বললে তারা কোনো কর্ণপাত করে না। তারা প্রভাব খাটিয়ে তাদের মন মতো নিম্নমানের কাজ করে যাচ্ছে। এলাকার লোকজন জানান, এক নাম্বার ইটের সাথে অর্ধেক ইটই মিঠা কড়া ২ নাম্বার ও ৩ নাম্বার ইট ব্যবহার করা হচ্ছে। ইটের সুড়কি কম দিয়ে বালু বেশি ব্যবহার করা হচ্ছে। এ ব্যাপারে চাঁদপুর সদর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মোঃ শাহজাহান আলমগীর বলেন, সঠিকভাবে কাজ করা হবে। কোনো অনিয়ম করতে দেয়া হবে না। অনিয়মের কথা যখন জানতে পেরেছি, আমি গিয়ে কাজ দেখে আসবো।