প্রকাশ : ০৫ জুলাই ২০২১, ০০:০০
চাঁদপুর জেলায় ১৯৪ জনে ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল রোববার ভাষাবীর এমএ ওয়াদুদ আরটিপিসিআর ল্যাবে ১৯৪ জনের নমুনা পরীক্ষা করে ৬৫ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩৩.৫%। ৬৫ জনের মধ্যে সদর উপজেলায়ই ৩১ জন। উপজেলা ভিত্তিক এই সংখ্যা হচ্ছে : চাঁদপুর সদরে ৩১, হাজীগঞ্জে ৩, কচুয়ায় ৪, মতলব উত্তরে ৯, মতলব দক্ষিণে ৭, ফরিদগঞ্জে ৩, শাহরাস্তিতে ৬ ও হাইমচরে ২ জন। গতকাল রাতে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে এই তথ্য জানা যায়।
এদিকে নতুন আক্রান্ত ৬৫ জনসহ জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৫৬৭৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৯১২ জন, মারা গেছেন ১২৭ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৬৩৪ জন। এদিকে মোট আক্রান্তের মধ্যে সদর উপজেলায়ই হচ্ছে ২৬৭৮ জন। আর মোট মৃত্যু ১২৭ জনের মধ্যে সদরে ৪৯ জন।