প্রকাশ : ০৫ জুলাই ২০২১, ০০:০০
অনলাইন ডেস্ক
লকডাউন চলাকালে হাই স্কুল পডুয়া পাঁচজন কিশোর ৫টি মোবাইলে গভীর মনোযোগ দিয়ে বিভিন্ন গেইম খেলা নিয়ে ব্যস্ত। তারা কখন খাবে গোসল করবে সেদিকে কোনো খেয়াল কারোরই নেই। অথচ পাশেই তাদের অভিভাবকদের বসবাস-চলাফেরা। এলাকাবাসী বলছে, এটি তো নিত্য দিনের ঘটনা। কে শোনে কার কথা। তারা আবার খেলা নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়। গতকাল রোববার সকাল ১১টায় চাঁদপুর বড় স্টেশন রেলওয়ে জিআরপি কলোনী এলাকা থেকে ছবিটি তোলা। ছবি ও প্রতিবেদন : সেলিম রেজা।