প্রকাশ : ০৫ জুলাই ২০২১, ০০:০০
ফরিদগঞ্জ উপজেলার ২৯০ জন প্রান্তিক কৃষক সরকারের বিনামূল্যে সার-বীজ পেলেন। জানা গেছে, ২০২০-২০২১ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কৃষকের মাঝে রোপা আমন প্রণোদনা কর্মসূচির আওতায় গতকাল রোববার দুপুরে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান।
বিতরণপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে জাহিদুল ইসলাম রোমান বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকদের জন্যে প্রয়োজনীয় সকল কিছুই করছে। এক সময় বাংলাদেশে চাল আমদানি করতে হতো। কিন্তু বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় এসে কৃষি খাতে ভর্তুকি প্রদান, সার বীজসহ নানা প্রণোদনা প্রদান করে ধান উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছেন। এ বছর কৃষকদের কাছ থেকে সর্বোচ্চ মূল্যে ধান ক্রয় করছেন। কৃষকরা যাতে ফড়িয়া ও দালালদের খপ্পরে না পড়ে এজন্যে অ্যাপস্-এর মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করার সুযোগ করে দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা আশিক জামিল মাহমুদ প্রমুখ।