মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ০৫ জুলাই ২০২১, ০০:০০

উপজেলা ও ইউনিয়ন পরিষদ কার্যালয়েও টিকার নিবন্ধন
মিজানুর রহমান ॥

অবশেষে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের হস্তক্ষেপে চাঁদপুরে করোনার টিকার (ভ্যাকসিন) নিবন্ধনে প্রবাসীদের ভোগান্তি দূর হলো। এতে প্রবাসীরা স্বস্তি প্রকাশ করেছে। গত দু’দিন ভ্যাকসিনের নিবন্ধনের জন্যে জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসে সকাল থেকেই ভিড় জমান প্রবাসীরা। কয়েকশ’ প্রবাসী সেখানে উপস্থিত হলেও নিবন্ধন করতে পেরেছেন মাত্র ১৯৯ জন। এর মধ্যে শনিবার ১১৫ ও গতকাল রোববার দুপুর পর্যন্ত ৮৪ জনের নিবন্ধন হয়েছে। প্রবাসীদের এই ভোগান্তি দূর করতে এগিয়ে আসলেন জেলা প্রশাসক। তাঁর হস্তক্ষেপে প্রবাসীদের ভোগান্তি দূর হলো। এখন থেকে জেলা জনশক্তি অফিসের পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে টিকার নিবন্ধন করা যাবে। এ তথ্য জানান জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ শহিদুল ইসলাম।

তিনি বলেন, নেট সমস্যার কারণে নিবন্ধনের অগ্রগতি কম। তাই চলমান লকডাউনের মধ্যে প্রবাসীদের ভিড় কমাতে কাজ ভাগ করে দিয়েছেন জেলা প্রশাসক মহোদয়। এখন থেকে যারা বিদেশ যাবেন তাদের টিকার জন্যে উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ডিজিটাল সেন্টারে গেলেই টিকার নিবন্ধন করতে পারবেন।

এই কর্মকর্তা আরো বলেন, নতুন যারা বিদেশে যাবেন কেবল সৌদি আরব এবং কুয়েতের শ্রমিকদের জন্যে জেলা অফিসে রেজিস্ট্রেশন ও ফিঙ্গার প্রিন্ট করা হবে।

এদিকে জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রবাসীদের টিকার নিবন্ধনের বিষয়টি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র বণিক সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। তিনি স্বশরীরে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করে টিকার নিবন্ধনের জন্যে আগত প্রবাসীদের সাথে কথা বলছেন এবং তাদেরকে উপজেলা ও ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে যাবার পরামর্শ দেন। এক্ষেত্রে কোনো উপজেলা অফিসে এবং ইউনিয়ন পরিষদে নিবন্ধনের কাজটি করাতে গিয়ে কেউ যাতে ফিরে না আসেন এবং ভোগান্তির শিকার না হন সেটিও নিশ্চিত করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসনের এই কর্মকর্তা।

জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় সূত্রে জানা গেছে, বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে কোভিড-১৯ টিকা প্রদান করার সিদ্ধান্ত নেয় সরকার। এরই অংশ হিসেবে প্রবাসীরা নিজেদের পাসপোর্ট, ভিসা ও টিকিট প্রদর্শনের মাধ্যমে নিবন্ধনের পর সুরক্ষা ডটকম ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করলে করোনার টিকা পাবেন। এছাড়া প্রবাসীরা নিজেই ‘আমি প্রবাসী’ অ্যাপের মাধ্যমে বিএমইটির এ রেজিস্ট্রেশন করতে পারবেন।

শুক্রবার থেকেই চাঁদপুর শহরের স্টেডিয়াম রোডের জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে নিজেদের পাসপোর্ট ও ভিসা নিয়ে টিকার নিবন্ধন করতে আসেন প্রবাসীরা। কিন্তু মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে নির্ধারিত ২০০ টাকা পরিশোধ করতে না পারায় ভোগান্তির শিকার হয়েছেন নিবন্ধনপ্রত্যাশীরা। এ সময় বহু প্রবাসীর ভিড় জমে যায় সেখানে। বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসলে উপজেলা ও ইউনিয়ন পরিষদ তথ্য সেবা কেন্দ্রে সমস্যা সমাধানে বিকল্প পদক্ষেপ গ্রহণ করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়