প্রকাশ : ০৫ জুলাই ২০২১, ০০:০০
জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনকল্পে প্রস্তুতি সভা
আসন্ন জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গতকাল ৪ জুলাই জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১২ জুলাই ২০২১ থেকে শুরু হতে যাওয়া জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপনের লক্ষ্যে এই ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন নৌ পুলিশ সুপার, জেলা তথ্য কর্মকর্তাসহ জেলার সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। এছাড়া চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত ছিলেন।
|আরো খবর
সভার প্রারম্ভে জেলা প্রশাসক চাঁদপুর জেলায় নব-যোগদানকৃত জেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মেহেদী হাসানকে সবার সাথে পরিচয় করিয়ে দেন।
উল্লেখ্য, আগামী ১২ থেকে ১৮ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহের সকল অনুষ্ঠান অনলাইনে সম্পন্ন হবে।