প্রকাশ : ০২ নভেম্বর ২০২১, ০০:০০
মতলব পৌরসভা সংলগ্ন এমআর এন্টারপ্রাইজের ডিস্ট্রিবিউশন পয়েন্টের গোডাউনে অগ্নিকাণ্ডে প্রায় ৭লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল ১ নভেম্বর সোমবার ভোরে ঐ গোডাউনে অগ্নিকা-ের ঘটনা ঘটে।
এমআর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ মাসুদুর রহমান দীর্ঘদিন যাবৎ এখানে প্রাণ কোম্পানীর বিভিন্ন মালামাল রেখে ব্যবসা করে আসছেন। ঘটনার দিন রাতে প্রতিদিনের মতো মাসুদুর রহমান মালামাল গুছিয়ে রেখে যান বাড়িতে। ভোরে বাড়ির মালিক গোডাউনে ধোঁয়া দেখে মাসুদকে খবর দেন। পরবর্তীতে ফায়ার স্টেশনে খবর দিলে দ্রুত একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর মধ্যে গোডাউনে থাকা সমস্ত মালামাল আগুনে পুড়ে গেছে বলে মাসুদুর রহমান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।