রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০১ নভেম্বর ২০২১, ০০:০০

কচুয়ার সাংবাদিকরা এক ও অভিন্ন
প্রেস বিজ্ঞপ্তি ॥

সংবাদিকদের ঐক্যের বন্ধন অটুট, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কচুয়ার সাংবাদিকদের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ অক্টোবর শনিবার সন্ধ্যায় কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিকের সভাপতিত্বে ও সাবেক সভাপতি প্রিয়তোষ পোদ্দারের পরিচালনায় উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন কচুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন।

এছাড়া বক্তব্য রাখেন কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আলমগীর তালুকদার, রাকিবুল হাসান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব সুমন, সাবেক যুগ্ম সম্পাদক ফরহাদ চৌধুরী, নির্বাহী সদস্য হাবিব উল্লাহ হাবিব, সনতোষ চন্দ্র সেন, আজীবন সদস্য বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ইসলাম মিঠু প্রমুখ।

সভায় সাংবাদিকদের মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে সকল মতপার্থক্য ভুলে দুই প্রেসক্লাব একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দৃঢ় অভিমত ব্যক্ত করা হয়। এ অভিমতের মধ্য দিয়ে কচুয়ায় একটি মাত্র প্রেসক্লাবের ঘোষণা আসে। মুহুর্মুহু করতালি ও ব্যাপক হর্ষধ্বনির মধ্য দিয়ে সাংবাদিকদের এ ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা অভিনন্দিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন কচুয়া প্রেসক্লাবের সহ-সভাপতি আফাজ উদ্দিন মানিক, মফিজুল ইসলাম বাবুল, আমির হোসেন, সুজন পোদ্দার, মাসুদ রানা, আরিফুল ইসলাম দীপু, মোঃ ইউনুছ, মহসিন, ইসমাইল হোসেন বিপ্লব, আবু সাঈদ, ওমর ফারুক সাইম মৃধা, আলী আক্কাস তালুকদার, সাইফুল ইসলাম সুমন, রাছেল, রাজিব চন্দ্র শীল, মাঈনউদ্দিন আহমেদ সবুজ, অপু, হারুন অর রশিদ, আবু হানিফ, জামাল হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়