প্রকাশ : ০১ নভেম্বর ২০২১, ০০:০০
নিজ বসতঘরে আপন মনে খেলা করছিল আরওয়া আক্তার (২)। প্রতিদিন সে এভাবেই বসে বসে খেলা করে। কিন্তু কে জানতো আজকে সবার অদেখা পানিতে পড়ে যাবে আর এভাবেই মরতে হবে তাকে। খেলা করাকালে নিখোঁজ হয় আরওয়া। সবাই চারদিকে খুঁজে ফিরে, কিন্তু পাওয়া যায়নি তাকে। কিছু পরে পুকুরের পানিতেই ভেসে উঠলো আরওয়া। সেখান থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো হাসপাতালে, কর্মরত চিকিৎসক বললেন অনেক আগেই মারা গেছে আরওয়া। রোববার বিকেলে হৃদয় বিদারক ঘটনাটি ঘটে হাজীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কাজিরগাঁও গ্রামের কেয়াম উদ্দিন হাজী বাড়িতে। আরওয়া ওই বাড়ির মোঃ আরিফ হোসেনের একমাত্র মেয়ে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, এদিন নিজ ঘরেই খেলাধুলা করছিলো শিশু আরওয়া আক্তার। এ সময় তার মা পারিবারিক কাজে ব্যস্ত থাকায় শিশুটি খেলাধুলার এক ফাঁকে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের শিশুটিকে পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এরপর কর্মরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশি হেফাজতে নেয় হাজীগঞ্জ থানা পুলিশ।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস.এম সোয়েব আহমেদ চিশতী জানান, শিশু আরওয়াকে হাসপাতালে মৃত অবস্থায় পেয়েছি।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ জানান, কোনো অভিযোগ না থাকায় এবং নিহতের পরিবারের লিখিত আবেদনের ভিত্তিকে ময়না তদন্ত ছাড়া শিশুটির মরদেহ হস্তান্তর করা হয়েছে।