প্রকাশ : ০১ নভেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার পৌর ১৪নং ওয়ার্ডস্থ বাবুরহাট এলাকার বাসিন্দা মেরিন ইঞ্জিনিয়ার মোঃ আনোয়ার শাহাদাত (নোমান) ইন্দোনেশিয়ায় একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। ৩০ অক্টোবর শনিবার বাংলাদেশ সময় ৩টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। ইঞ্জিনিয়ার আনোয়ার শাহাদাত ৩ নভেম্বর দেশে ফেরার জন্যে ইন্দোনেশিয়ার একটি হাসপাতালে কোয়ারেন্টাইানে ছিলেন বলে জানা যায়। গত কদিন তার শারীরিক অবস্থার অবনতি হলে করোনা পরীক্ষা করানো হলে ৪ বার তার করোনা নেগেটিভ হয়। শনিবার দুপুরে তার শ^াসকষ্ট বাড়লে হাসাপাতালে নেয়ার পর কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ইঞ্জিনিয়ার আনোয়ার শাহাদাতের কী কারণে মৃত্যু হয়েছে এ বিষয়ে তদন্তের পর মরদেহ দেশে পাঠানো হবে বলে গেছে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর। মৃত্যুকালে তিনি মা, বাবা, ১ ভাই ও ১ বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ইঞ্জিনিয়ার আনোয়ার শাহাদাত চাঁদপুর জেলার ইউনিয়ন পরিষদ সচিব সমিতির সাবেক সভাপতি ও ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল কাদের মিয়ার ছোট ছেলে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বাবুরহাটসহ আশপাশ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এদিকে তার মৃত্যুতে রুহের মাগফেরাত কামনা করে ও গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম, পৌর ১৪নং ওয়ার্ড কাউন্সিলর খায়রুল ইসলাম নয়ন মিজি, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন গাজী, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক শাহ আলম মজুমদার নান্নু, যুগ্ম আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির দুলাল মাল, মোঃ মানিক খান প্রমুখ।