প্রকাশ : ৩১ অক্টোবর ২০২১, ০০:০০
সিআইপি পুরানো বাঁধের খালের পানিতে ডুবে সাঁতার না জানা শামীম নামে ১২ বছরের এক বালকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের গোবিন্দা গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান মোতালেব মাস্টার বাড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শামীম ওই গ্রামের মমতাজ বেপারীর মেয়ের ঘরের নাতি ও সাজু মোল্লার ছেলে।
হাসপাতাল ও এলাকা সূত্রে জানা গেছে, ছেলেটি নানার বাড়ির কাউকে কিছু না বলে গোসল করতে ঘাটলায় যায়। লোকচক্ষুর আড়ালে সে পানিতে পড়ে নিখোঁজ হয়। স্বজনরা অনেকক্ষণ খোঁজাখুঁজি করে খালের ঘাটলার কাছে ডুবন্ত অবস্থায় তাকে উদ্ধার করে।
পরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে জানান। নিহত শামীম ও তার বাবা-মা নারায়ণগঞ্জ থাকেন। নানার অসুস্থতার খবরে মায়ের সাথে শামীম বেড়াতে এসেছিল।