প্রকাশ : ৩১ অক্টোবর ২০২১, ০০:০০
সাফল্যজনকভাবে এগিয়ে যাচ্ছে চাঁদপুর কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রম। কারণ চাঁদপুরের নেতৃত্বে যারা রয়েছেন তারাই রয়েছেন কমিউনিটি পুলিশিং কার্যক্রম পরিচালনার দায়িত্বে। যার ফলস্বরূপ এগিয়ে যাচ্ছে এর কার্যক্রম। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সহায়ক ভূমিকায় কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রম খুবই আশাব্যঞ্জক। তাদের প্রতি আমার সহায়তা অব্যাহত থাকবে।
‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি উপরোক্ত কথাগুলো বলেন। ৩০ অক্টোবর সকাল সাড়ে ১০টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজন করা হয় এ অনুষ্ঠান।
এ সময় শিক্ষামন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বেগম ফজিলাতুন্নেছা মুজিব, জাতীয় চার নেতা ও শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় আমরা কোভিড-১৯ তথা করোনা থেকে রক্ষা পেলেও এখনো পুরোপুরি এর ভয়াবহতা থেকে মুক্তি পাইনি। এখনো বিশ্বের কয়েকটি দেশে করোনার প্রাদুর্ভাব রয়েছে। নতুন করে আবার বৃদ্ধি পেয়েছে এ ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা। তাই আমাদেরকে স্বাস্থ্যসচেতন থাকতে হবে, নিয়মিত মাস্ক ব্যবহার করতে হবে।
শিক্ষামন্ত্রী কমিউনিটি পুলিশিং কার্যক্রমের সফলতা কামনা করে বলেন, ময়মনসিংহ জেলায় সর্বপ্রথম এর কার্যক্রম শুরু হলেও চাঁদপুরে এর কার্যক্রম ব্যাপকভাবে এগিয়ে যাচ্ছে। আমাদের দেশে পুলিশের স্বল্পতা রয়েছে, স্বল্পসংখ্যক পুলিশ দিয়ে নাগরিকদের পর্যাপ্ত সেবা দেয়া সকল সময় সম্ভব হয়ে উঠে না। তাই পুলিশের সহায়ক হিসেবে কমিউনিটি পুলিশিং তাদের দায়িত্ব পালন করছে।
সম্প্রীতি রক্ষায় চাঁদপুর জেলা পুলিশের কার্যক্রমের প্রশংসা করে শিক্ষামন্ত্রী বলেন, আইনশৃঙ্গলা রক্ষার পাশাপাশি জেলা পুলিশ সম্প্রীতি রক্ষায় যে ভূমিকা পালন করেছে তা খুবই প্রশংসনীয়। তবে কোনো প্রকারেই যেনো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয় সে ব্যাপারে তিনি সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানান। তিনি চাঁদপুর জেলা শহরের নিরাপত্তাব্যবস্থা জোরদার করার লক্ষ্যে ৫০০টি সিসি ক্যামেরা স্থাপন, কমিউনিটি পুলিশিং সদস্যদের যাতায়াতের সুবিধার্থে বাইসাইকেল প্রদান, তাদের পোশাক-পরিচ্ছদ প্রদান করা হবে বলেও আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অবদান রাখায় জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক সুফী খায়রুল আলম খোকন ও পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত সাব-ইন্সপেক্টর বকুল বড়ুয়াকে ক্রেস্ট ও সাটিফিকেট প্রদান করা হয়।
পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার)-এর সভাপ্রধানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দাউদ হোসেন চৌধুরী, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, জেলা কমিউনিটি পুলিশিং সমম্বয় কমিটির সভাপতি ডাঃ এসএম সহিদ উল্লাহ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, পৌর কমিউনিটি পুলিশিং সমম্বয় কমিটির সভাপতি শেখ মনির হোসেন বাবুল ও কমিউনিটি পুলিশিং মতলব দক্ষিণ উপজেলার সভাপতি অধ্যক্ষ রুহুল আমিন।
স্বাগত বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সুফী খায়রুল আলম খোকন। সভা পরিচালনা করেন কবি ও ছড়াকার ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন চাঁদপুর সদর উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল্লা আল মামুন সুফিয়ান, পবিত্র গীতা পাঠ করেন কমিউনিটি পুলিশিং অঞ্চল-৮-এর সহ-সভাপতি বিমল চৌধুরী, পবিত্র ত্রিপিটক পাঠ করেন পুলিশের সাব-ইন্সপেক্টর বকুল বড়–য়া এবং পবিত্র বাইবেল পাঠ করেন প্রীতম বেপারী। অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, কমিউনিটি পুলিশিং বিভিন্ন অঞ্চল প্রতিনিধিসহ সুধীজন উপস্থিত ছিলেন।