প্রকাশ : ৩০ অক্টোবর ২০২১, ০০:০০
ফরিদগঞ্জের কৃতী সন্তান স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযুদ্ধের ৮নং সেক্টর কমান্ডার প্রয়াত লেঃ কর্নেল (অবঃ) আবু ওসমান চৌধুরীর স্মৃতি ধরে রাখতে স্মৃতি সংসদ ও পাঠাগার উদ্বোধন করা হয়েছে। গতকাল ২৯ অক্টোবর শুক্রবার বিকেলে চান্দ্রাবাজারে এর উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের সদ্য পদোন্নতিপ্রাপ্ত যুগ্ম সচিব মোঃ হাবিবুর রহমান।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সহিদ উল্যা তপদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মমিন তপদার, আব্দুল হামিদ, আবু সাঈদ বরকন্দাজ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ফরিদগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি আহসান হাবিব নেভী, সাংগঠনিক সম্পাদক রেজোয়ান আজিম মুক্তি, মোশারফ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউদ্দিন বকাউল, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন বকাউল, মোঃ শাহাবুদ্দিন ও বিশ^জিৎ। উদ্বোধনী অনুষ্ঠানে মরহুমের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া সংগঠনটি পরিচালনার জন্য উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সহিদ উল্যা তপদারকে আহ্বায়ক ও আহসান হাবিব নেভীকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মোঃ হাবিবুর রহমান বলেন, আমাদের গর্ব মুক্তিযুদ্ধের ৮নং সেক্টর কমান্ডার লেঃ কর্নেল (অবঃ) আবু ওসমান চৌধুরী। তিনি জীবিতকালে বা তাঁর মৃত্যুর এক বছরের বেশি সময় পার গেলেও আমরা তাঁর স্মৃতিকে ধরে রাখতে ব্যর্থ হয়েছি। সেই স্মৃতি ধরে রাখতে অবশেষে স্মৃতি সংসদ ও পাঠাগারের যাত্রা শুরু হলো। আমাদের মনে রাখতে হবে, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের প্রতিটি নাগরিকের জন্য অমূল্য। সেই সাথে যেসব সেক্টর কমান্ডার আমাদের এই মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, ফরিদগঞ্জ উপজেলার কৃতী সন্তান ৮নং সেক্টরের সেক্টর কমান্ডার লেঃ কর্নেল (অবঃ) আবু ওসমান চৌধুরী তাঁদের অন্যতম। তাই আগামী দিনগুলোতে তাঁর স্মৃতি এবং ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো যাতে নূতন প্রজন্ম জানতে পারে এবং দৃশ্যমান হয়, সেজন্য লেঃ কর্নেল (অবঃ) আবু ওসমান চৌধুরী স্মৃতি সংসদ ও পাঠাগার কাজ করবে। আপাতত প্রাথমিকভাবে আমরা একটি আহ্বায়ক কমিটি দিয়ে কাজ শুরু করছি। পর্যায়ক্রমে এটি আরো বড় আকারে করা হবে। মহান এই ব্যক্তির স্মৃতি ধরে রাখতে আমরা সর্বোচ্চ সকল কিছু করবো।