রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২১, ০০:০০

হাজীগঞ্জে সহিংসতায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক অনুদান বিতরণ ও আন্তঃধর্মীয় সংলাপ

’৭৫-এর হত্যাকারীরাই বারবার মাথাচাড়া দিচ্ছে : শিক্ষামন্ত্রী

অন্য ধর্মে আঘাত হানতে ইসলামের কোথাও বলা নেই : ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি

’৭৫-এর হত্যাকারীরাই বারবার মাথাচাড়া দিচ্ছে : শিক্ষামন্ত্রী
কামরুজ্জামান টুটুল ॥

’৭৫-এর হত্যাকারীরাই বারবার দেশে মাথাচাড়া দিয়ে উঠছে। আমরা প্রতিটি জায়গায় দেখছি ’৭১-এর পরাজিত অপশক্তি, ’৭৫-এর হত্যাকারী, ২০১৩-২০১৪ সালে দেশের মানুষকে পুড়িয়ে মারা, সারাদেশে সিরিজ বোমা হামলা, ২১শে আগস্টের গ্রেনেড হামলা ও রামু বৌদ্ধ মন্দিরে হামলার হোতা আর কুমিল্লায় পূজা মণ্ডপে কোনআন শরীফ রাখার উদ্যোক্তা-এরা সবাই একই সূত্রে গাঁথা। তারা আমাদের নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার লিপ্ত রয়েছে। এই অপশক্তি আজ সংঘবদ্ধ। সেই অশুভ শক্তির মানুষগুলো সংখ্যায় খুব বেশি নয়। এই অশুভ শক্তি সম্পর্কে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। শুক্রবার দুপুরে হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ভিন্ন দু’টি সভার প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

গত ১৩ অক্টোবর হাজীগঞ্জের বিভিন্ন পূজা ম-পে হামলায় ক্ষতিগ্রস্ত ২ পরিবার এবং ২৮ প্রতিষ্ঠানকে মাননীয় প্রধানমন্ত্রীর অনুদান প্রদান ও আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি আরো বলেন, এদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে আমরা সকল ধর্মের মানুষ একসাথে মিলেমিশে থাকবো। আগামীর সুন্দর বাংলাদেশে ভালোবাসায় মিশ্রিত হয়ে হাসিমুখে বসবাস করবো। তিনি বলেন, ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, ধর্মনিরপেক্ষতা মানে যার যার ধর্ম ও উৎসব সে স্বাধীনভাবে পালন করবে। এখানে কেউ কাউকে ধর্ম প্রচার, উৎসব কিংবা ধর্ম পালনে বাধাগ্রস্ত করবে না। এসব বিষয় আমাদের সবার সংবিধানেরও নিশ্চয়তা দেয়। তিনি দৃঢ়কণ্ঠে বলেন, সম্প্রতি যে সাম্প্রদায়িক হামলা হলো কয়েকটি জায়গায়, সে হামলার পেছনে কারা দায়ী তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনবো।

তিনি আরো বলেন, আমাদের এই ভূখ-ে নানান ধর্ম, সংস্কৃতি ও ভাষার মানুষ রয়েছে। আবহমানকাল থেকে তারা যার যার ধর্ম ও সংস্কৃতি পালন করে আসছে। কিন্তু এক সময় সাম্প্রদায়িকতার বীজ বপন করে দেশকে অস্থিতিশীল করে তোলে তৎকালীন সরকার। পরবর্তীতে বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকাররের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি বলেন, ইসলাম ধর্ম শান্তির ধর্ম। অন্য ধর্মে আঘাত হানতে ইসলাম ধর্ম কখনো সমর্থন করেনা। যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে।

প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান প্রদান অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি। বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপ্রধানে ও বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সমন্বয়ক আখলাকুর রহমান মাইনুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য শ্রী মনোরঞ্জন শীল গোপাল, বরিশাল বানারিপাড়া সংসদীয় আসনের সংরক্ষিত সংসদ সদস্য রুবিনা আক্তার মিরা এমপি, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মুনিম হাসান, চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটোয়ারী, আমেনা নূর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা আলহাজ আহমদ জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নাসির উদ্দিন সরোয়ার, ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুরের পরিচালক মোঃ খলিলুর রহমান প্রমুখ।

উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, পাওয়ার সেলের ডিজি মোহাম্মদ হোসাইন, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন মিয়াজী, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী মোঃ মাঈনুদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহসান হাবীব অরুণ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি রোটাঃ রুহিদাস বণিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহম্মদ খসরুসহ জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা এবং আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীবৃন্দ।

আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার ও সঞ্চালনা করেন সুনির্মল দেউড়ী। সংলাপে বক্তব্য রাখেন ইসলামী চিন্তাবিদ ড. সিরাজী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল, ইমামদের পক্ষে মুফতি আবুল হাশেম মিয়াজী ও পুরোহিতদের পক্ষে সুধীর রঞ্জন দেবনাথ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানের এ অংশে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির আয়োজনে আমেনা নূর ফাউন্ডেশন ও হিন্দু কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সহিংসতায় নিহত ২ জনের পরিবার এবং বিভিন্ন মন্দিরকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়