প্রকাশ : ২৯ অক্টোবর ২০২১, ০০:০০
আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে দলকে গতিশীল করার লক্ষ্যে হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা গত ২৮ আক্টোবর ইউনিয়ন কমপ্লেক্সের হলরুমে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাজী মোঃ আব্দুল হাদী মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাজী মোঃ আবুল কালামের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হেলাল উদ্দীন মিয়াজী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মোঃ মাঈনুদ্দিন, জেলা পরিষদের সদস্য মোঃ জসিম উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহাম্মদ খসরু। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহসান হাবীব অরুণ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আশ্রাফ দুলাল, উপজেলা পরিষদ ভাইস চেয়াম্যান গোলাম ফারুক মুরাদসহ হাজীগঞ্জ উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সভায় আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে হাজী আব্দুল হাদী মিয়াসহ ১৬জন মনোনয়ন প্রত্যাশীর নামের তালিকা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেরণ করার জন্যে উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করা হয়।