প্রকাশ : ২৯ অক্টোবর ২০২১, ০০:০০
আজ শুক্রবার হাজীগঞ্জে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি। গত ১৩ অক্টোরব হাজীগঞ্জে দুর্গাপূজা চলাকালে বিভিন্ন পূজাম-পে ভাংচুরে ক্ষতিগ্রস্তদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক উপহার তুলে দিবেন তাঁরা। এছাড়াও উপজেলা পরিষদ সভাকক্ষে আন্তঃধর্মীয় সংলাপে অংশ নিবেন শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রী।
সকাল ১০টায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীদ্বয় হাজীগঞ্জে পৌঁছে উপজেলা পরিষদ সভাকক্ষে সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি/প্রতিষ্ঠানের মাঝে জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক উপহার প্রদান করবেন। এর আয়োজনে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি। সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আন্তঃধর্মীয় সংলাপে অংশ নিবেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।