প্রকাশ : ২৮ অক্টোবর ২০২১, ০০:০০
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৌরবময় জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘মুজিববর্ষের অঙ্গীকার সড়ক হবে সংস্কার’ এ শ্লোগানকে সামনে রেখে এলজিইডি মুজিব শতবর্ষ উদ্যাপন করেছে। তারই ধারাবাহিকতায় সারাদেশে গ্রামীণ সড়কে নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম জোরদার করার লক্ষ্য নিয়ে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর অনুপ্রেরণায় চলতি বছরের অক্টোবর হতে মার্চ মাসকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বা এলজিইডি রক্ষণাবেক্ষণ মাস হিসেবে উদ্যাপন করছে।
এই ধারাবাহিকতায় ‘সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়’ শীর্ষক শ্লোগানকে সামনে রেখে এলজিইডি চাঁদপুরের মোবাইল মেইনটেইন্সের মাধ্যমে সড়ক সংস্কার কাজ উদ্বোধন করেন। ২৭ অক্টোবর বুধবার বেলা ১২টায় চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের ফরাক্কাবাদ বাজারের চৌরাস্তা মোড়ে আনুষ্ঠানিক এই উদ্বোধন করেন এলজিইডি চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউনুছ বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী প্রকৌশলী এসএম রফিউল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী আহেমদ প্রমুখ।
তিনি এলজিইডি চাঁদপুর অফিসে কর্মরত কর্মকর্তাদের সাথে নিয়ে সড়ক রক্ষণাবেক্ষণ মাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, সরকারের সিদ্ধান্ত মোতাবেক সড়ক রক্ষণাবেক্ষণ কাজে এলজিইডি বা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে সড়ক ব্যবহারকারী জনগোষ্ঠী ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও বৈশ্বিক মহামারী করোনায় সৃষ্ট বেকারত্ব নিরসনের লক্ষ্যে সড়কের নিয়মিত রক্ষণাবেক্ষণে স্থানীয়ভাবে শ্রমিক নিয়োগের মধ্য দিয়ে বছরব্যাপী সড়ক সংস্কার কাজের গতিশীলতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ ইউনুছ বিশ্বাস আরো বলেন, জেলায় ৭০৮টি কাঁচা-পাকা সড়কের ১৮৪৪ কিলোমিটার সড়ক নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজ বাস্তবায়ন করা হবে।
এ কাজ বাস্তবায়নে ১০৭২ জন কর্মী নিয়োজিত থাকবেন। ফলে মুজিববর্ষে করোনাকালীন বেকারত্ব নিরসনে চাঁদপুরের সড়ক রক্ষণাবেক্ষণের মাধ্যমে সড়ক নেটওয়ার্ক নিরাপদ রাখার পাশাপাশি ১০৭২ জনের কর্মসংস্থানের সৃষ্টি করা হয়েছে।