প্রকাশ : ২৮ অক্টোবর ২০২১, ০০:০০
চলতি অর্থ বছরের উপজেলা পরিষদের বরাদ্দ, এডিপি ও হাটবাজার উন্নয়নে ইউনিয়ন পর্যায়ে বরাদ্দ প্রদান বিষয়ে মতবিনিময় শুরু করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান।
গত মঙ্গলবার সকালে বালিথুবা পশ্চিম ইউনিয়নে বালিথুবা পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বাচ্চু মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুর রহমান পাটওয়ারীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। তিনি বলেন, আমরা উপজেলা পরিষদ প্রতিবছর নামেমাত্র বরাদ্দ পাই। এ বছর হাটবাজারের জন্যে বাড়তি বরাদ্দ পেয়েছি। বিগত বছর আমি এভাবে প্রতিটি ইউনিয়নে গিয়ে জনপ্রতিনিধি, ইউনিয়ন আওয়ামী লীগ এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করে দৃশ্যমান উন্নয়ন প্রকল্প চেয়েছি। সেই ধারাবাহিকতায় চলতি অর্থ বছরের বরাদ্দের টাকা ইউনিয়ন পর্যায়ে বরাদ্দের জন্যে প্রকল্প বিষয়ে মতবিনিময় করতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা যেই বরাদ্দ পাই, তা দিয়ে সামান্য উন্নয়ন সম্ভব। তাই আপনারা অগ্রাধিকার ভিত্তিতে তালিকা প্রস্তুত করে আমাদের দিবেন, যেন আমরা পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডগুলোর গুরুত্বপূর্ণ ও দৃশ্যমান উন্নয়ন করতে পারি। তিনি আরো বলেন, দল ক্ষমতায় আওয়ামী লীগ, তাই তৃণমূল থেকে আওয়ামী লীগকে শক্তিশালী করতে দলের ঐক্যের বিকল্প নেই। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন যিনিই পাবেন, আপনারা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করবেন।
সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি এস তছলিম, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু, আওয়ামী লীগ নেতা মনির হোসেন মজুমদার, জাকির হোসেন, যুবলীগ নেতা কামরুজ্জামান সবুজ, আকবর হোসেন মনির প্রমুখ।
বিকেলে বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং বর্তমান চেয়ারম্যান হারুনুর রশীদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। এখানেও অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জি এস তছলিম, মুুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সহিদ উল্লা তপাদার, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু, উপজেলা আওয়ামী লীগ সদস্য আবু তালেব সর্দার, যুবলীগ নেতা কামরুজ্জামান সবুজ, আকবর হোসেন মনির প্রমুখ।
পরে সুবিদপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তৃতীয় মতবিনিময় সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাচ্চু মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহন মোল্লার পরিচালনায় উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান ছাড়াও বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান জি এস তছলিম, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আবুল হাসনাত নয়ন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জসিম উদ্দিন মিন্টু, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মিলন, শফিউজ্জামান শুকু পাটওয়ারী, যুবলীগ নেতা কামরুজ্জামান সবুজ, আকবর হোসেন মনির প্রমুখ।