প্রকাশ : ২৭ অক্টোবর ২০২১, ০০:০০
দুই নারী শিক্ষককে সংবর্ধনা দিয়েছে চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাব
মানব জাতি গঠনে এবং সামাজিক পরিবর্তনের বাহক হিসেবে কাজ করেন শিক্ষকরা
অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ
বিশ^ শিক্ষক দিবস উপলক্ষে ২৬ অক্টোবর মঙ্গলবার চাঁদপুরের দু’জন খ্যাতিমান নারী শিক্ষককে সংবর্ধনা দিয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নারী সংগঠন ইনার হুইলের জেলা-৩২৮ বাংলাদেশ-এর আওতাধীন চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাব। বিকেল ৪টায় চাঁদপুর রোটারী ভবনের ডাঃ নূরুর রহমান মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
|আরো খবর
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী ও পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার।
চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের সভাপতি রোটারিয়ান মাহমুদা খানমের সভাপ্রধানে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি হাজীগঞ্জের বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোদেজা বেগম এবং চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলেয়া ফেরদৌসী।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন ক্লাব এডিটর নাসরিন হোসেন নওশীন। তারপর উপস্থিত অতিথিবৃন্দ এবং ক্লাব সদস্যদের সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। ইনার হুইল প্রার্থনা করেন ক্লাবের সাবেক প্রেসিডেন্ট মুক্তা পীযূষ। সংবর্ধিত অতিথিদের জীবনী পাঠ করেন আফরোজা পারভিন ও মার্জিয়া রুহী। স্বাগত বক্তব্য রাখেন তাসলিমা মুন্নী। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্লাবের সেক্রেটারী ডালিয়া খানম।
পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের সাবেক সভাপতি রোটাঃ তাসলিমা মুন্নী।
প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ বলেন, আজকের এই অনুষ্ঠানে শিক্ষকদের মর্যাদা যেভাবে প্রতিফলিত হয়েছে, এমনটা আমরা সবসময় দেখতে পাই না। আসলে যে ধরনের মর্যাদা শিক্ষক পাবার কথা বিভিন্ন কারণে তা পাচ্ছে না। এই অনুষ্ঠানে যে দু’জন শিক্ষককে সংবর্ধনা দেয়া হয়েছে তা যথার্থ। তারা বিশেষ গুণের এবং বৈশিষ্ট্যের অধিকারী।
তিনি বলেন, মানব জাতি গঠনে এবং সামাজিক পরিবর্তনের বাহক হিসেবে কাজ করেন আমাদের শিক্ষকরা। তিনি চমৎকার অনুষ্ঠান আয়োজনের জন্য চাঁদপুর ইনার হুইল ক্লাবের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী বলেন, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। সেই সৃষ্টিকে রূপ-রস-গন্ধ দিয়ে সমাজে প্রতিষ্ঠা করার এই বিরাট দায়িত্ব পালন করে থাকেন আমাদের শিক্ষকরা।
উল্লেখ্য, ৫ অক্টোবর ছিলো বিশ^ শিক্ষক দিবস। শিক্ষকদের অবদানকে স্বীকৃতি দেয়ার জন্য ১৯৯৫ সাল থেকে ইউনেস্কোর মাধ্যমে সারাবিশে^র ১০০টি দেশে এই দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে ইউনেস্কো প্রতি বছর একটি স্লোগান প্রকাশ করে। এবারের স্লোগান ‘শিক্ষা পুনরুদ্ধারের প্রাণই হলো শিক্ষক’। স্লোগানটির মর্মার্থ যত দ্রুত উপলব্ধি হবে শিক্ষা পুনরুদ্ধারে সফলতা দ্রুতই অর্জন করা যাবে। করোনার কারণে গত বছর ১৭ মার্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হওয়ার পর প্রায় ৫৪৪ দিন পর গত ১২ সেপ্টেম্বর খোলা হয়েছে। ফলে শিক্ষা পুনরুদ্ধারের মাধ্যমে ভবিষ্যৎ শিক্ষার রূপরেখা তৈরি করার এখনই সেরা সময়। ভবিষ্যৎ শিক্ষার রূপকল্প প্রস্তুত করার জন্য শিক্ষকরাই অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি রোটাঃ কাজী শাহাদাত, রোটাঃ অধ্যাপক মোঃ জাকির হোসেন ও রোটাঃ নাছির উদ্দিন খান, সেক্রেটারী ইলেক্ট রোটাঃ ডাঃ পীযূষ কান্তি বড়–য়া, জয়েন্ট সেক্রেটারী রোটাঃ উজ্জ্বল হোসাইন।
ইনার হুইল ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট রওশন আকতার, মিতু আকতার, চার্টার প্রেসিডেন্ট ফাতেমা হোসেন লাভলী, আইপিপি তাসনুভা তন্বী, ট্রেজারার মিথিলা মারিয়া, আইএসও আফরোজা পারভীন, এডিটর নাসরিন হোসেন নওশীন, মেম্বার রেবেকা সুলতানা ও রুবিনা মরিয়ম।
সার্বিক সহযোগিতায় ছিলেন রেলওয়ে শিশু বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের সভাপতি নিলয় দে, ভাইস প্রেসিডেন্ট কাজী আজিজুল হাকিম নাহিন।
সবশেষে চাঁদপুর সরকারি কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আলমগীর হোসেন বাহার মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন।