প্রকাশ : ২৭ অক্টোবর ২০২১, ০০:০০
আজ বুধবার চট্টগাম বিভাগীয় কমিশনার কামরুল হাসান এনডিসি হাজীগঞ্জে আসছেন। সকাল সাড়ে ১১টায় তিনি হাজীগঞ্জের ক্ষতিগ্রস্ত পূজা ম-পগুলো পরিদর্শনে যাবেন। এরপর তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করবেন। বিভাগীয় কমিশনার হাজীগঞ্জে আসার বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।
কামরুল হাসান এনডিসি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ফাজিলপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মোঃ রকিবুল ইসলাম ও মোসাঃ মনোয়ারা বেগমের সন্তান। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে ¯œাতক ও পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে ¯œাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে এনডিসি কোর্স সম্পন্ন করেন এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ থেকে সিকিউরিটি এন্ড ডেভলপমেন্ট স্টাডিজ বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন। তিনি ১৯৯৩ সালে ১১তম বিসিএস পরীক্ষার মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদান করেন।