রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২১, ০০:০০

বাবুরহাটে সরকারি সম্পত্তির অবৈধ অবকাঠামো অপসারণ করতে প্রশাসনের নির্দেশ
হাছান খান মিসু ॥

চাঁদপুর সদর উপজেলার পৌর ১৪নং ওয়ার্ডস্থ ঐতিহ্যবাহী বাবুরহাট বাজারে সরকারি সম্পত্তিতে বিনা অনুমতিতে অবৈধভাবে অবকাঠামো নির্মাণ করায় সেগুলো সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ নির্দেশ দেয়া হয়। জানা যায়, অবৈধভাবে অবকাঠামো নির্মাণ করায় বাবুরহাট বাজারে ৮২ জনকে তাদের অবকাঠামোসহ মালামাল সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

গত ৩ অক্টোবর অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) স্বাক্ষরিত নোটিসে উল্লেখ করা হয়, ০২/২০২০-২০২১ (সঃ কঃ ভুঃ চাঁদপুর সদর) নং উচ্ছেদ মামলার নথিভুক্ত ভূমিতে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে অবৈধভাবে অবকাঠামো নির্মাণ কাজ স্থানীয় সরকার কর্তৃপক্ষের ভূমি ও ভূমি ভবন (দখল পুনরুদ্ধার) অধ্যাদেশ ১৯৭০ (১৯৭০ সনের ঢঢঢওঠ নং অধ্যাদেশ)-এর পরিপন্থী।

নোটিস প্রাপ্তির ৩০ দিনের মধ্যে অবৈধভাবে নির্মিত অবকাঠামো নিজ দায়িত্বে অপসারণ করে তফসিলভুক্ত ভূমি দখল অপসারণ করে চাঁদপুর জেলা পরিষদের নির্বাহী নিকট বুঝিয়ে দেয়ার জন্য উক্ত নোটিসে নির্দেশ প্রদান করা হয়েছে। অন্যথায় বর্ণিত আইন ও ধারার বিধান মোতাবেক নোটিস প্রাপ্ত সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে বলে জানানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়