প্রকাশ : ২৩ অক্টোবর ২০২১, ০০:০০
চাঁদপুর শহরের যানজট নিরসনের জন্যে পৌরবাসীর দাবির প্রতি সম্মান জানিয়ে পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েলের নির্দেশে অবশেষে চাঁদপুর পৌরসভার লাইসেন্স শাখা অভিযান চালিয়ে ৬২টি লাইসেন্সবিহীন অবৈধ অটোবাইক জব্দ করেছে।
২১ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের ৪টি স্থানে পৌর কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ৪টি টিম এই অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনার জন্যে গঠিত টিমগুলো আলাদা আলাদা গ্রুপে বিভক্ত হয়ে শহরের পালবাজার ব্রীজ সংলগ্ন স্থান, শপথ চত্বর, মিশন রোডের বঙ্গবন্ধু সড়কের সম্মুখ স্থান ও বাসস্ট্যান্ড এলাকার ইলিশ চত্বরে অবস্থান নেয়।
অভিযান পরিচালনাকারী দলগুলোর নেতৃত্বে ছিলেন পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ মফিজ উদ্দিন হাওলাদার, পৌরসভার সহকারী লাইসেন্স পরিদর্শক রাফি রাসেল, পৌরসভার বাজার পরিদর্শক মোঃ জহির খান, কর আদায়কারী ফিরোজ আলম, সহকারী বাজার পরিদর্শক ইমদাদুল হক মিলন, পৌর এসেসর মনিরুজ্জামান, পৌর কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ।
এ সকল টিমের সাথে সমন্বয়ের দায়িত্ব পালন করেন পৌরসভার লাইসেন্স ইন্সপেক্টর মোঃ মোশারফ হোসেন পাটোয়ারী। অভিযান পরিচালনাকালে লাইসেন্স বা কোনো ধরনের কাগজপত্র নেই এমন ৬২টি অটোবাইক জব্দ করা হয়েছে। এমনকি পৌরসভার লাইসেন্স শাখা থেকে ডিজিটাল লাইসেন্স প্লেট নিয়েছে, কিন্তু অটোবাইকে সাঁটানো নেই এবং কাগজপত্র চালক দেখাতে পারে নি সেগুলোকেও আটক করা হয়। অবশ্য এ অটোবাইকগুলোর কাগজপত্র এবং পৌরসভা থেকে ডিজিটাল লাইসেন্স প্লেট যে নিয়েছে তা দেখানোর পর ছেড়ে দেয়া হয়েছে।
লাইসেন্স পরিদর্শক মোশারফ হোসেন পাটোয়ারীর সাথে কথা হলে তিনি বলেন, মেয়র মহোদয়ের নির্দেশে আমাদের এ অভিযান। তিনি বলেন, পৌরসভার লাইসেন্স শাখা থেকে ডিজিটাল পদ্ধতির লাইসেন্স নেয়ার সংখ্যার চাইতেও ৪গুণ বেশি অবৈধ অটোবাইক শহরে চলাচল করছে। ফলে শহরটি যানজটের শহরে পরিণত হয়েছে। এজন্যে মেয়র মহোদয় শহরের যানজট নিরসনে আমাদের নির্দেশ দিয়েছেন। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ কোনো অটোবাইক পৌর এলাকায় চলতে দেয়া হবে না।