প্রকাশ : ২৩ অক্টোবর ২০২১, ০০:০০
১৩ অক্টোবর হাজীগঞ্জ বাজারের একটি পূজাম-পে হামলার ঘটনায় গত বৃহস্পতিবার হাজীগঞ্জ থেকে আটক করা হয় জামায়াত নেতা ও মাদ্রাসা শিক্ষক কামালউদ্দিন আব্বাসীকে। বৃহস্পতিবার চাঁদপুর আদালতে তোলা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি ওইদিন সন্ধ্যায় চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসাইনের আদালতে এ জবানবন্দি প্রদান করেন।
গত ১৩ অক্টোবর রাতে মিছিল থেকে হাজীগঞ্জ বাজারের শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ণ জিউড় আখড়ায় হামলার ঘটনা ঘটে। সে হামলার বেশ কিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করে পুলিশ। ভিডিওতে কামাল উদ্দিন আব্বাসীকে দেখা গেছে ও তিনি মন্দিরে হামলায় নেতৃত্ব দেন বলে পুলিশ জানিয়েছে। আব্বাসী শাহরাস্তি উপজেলার ভোলদিঘি কামিল মাদ্রাসার আরবি শিক্ষক। এছাড়াও উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বর্তমানে জামায়াত নেতা।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চাঁদপুর কণ্ঠকে জানান, আব্বাসী বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ১৩ তারিখে হাজীগঞ্জ বাজারের পূজাম-পে হামলার সময়ের ভিডিও ফুটেজে তাকে দেখা গেছে।
উল্লেখ্য, ১৩ অক্টোবর রাত ৮টার দিকে হাজীগঞ্জ বাজারে একটি মন্দিরে হামলা করে একদল দুর্বৃত্ত। ওই ঘটনায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে হামলাকারীদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সব মিলিয়ে ৫ জন মারা গেছে। একইদিন রাতে বিভিন্ন স্থানে বেশ ক’টি পূজাম-পসহ হিন্দু বাড়িতে হামলার ঘটনা ঘটে।
এ সকল হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে ২টি ও ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে ৮টি মিলিয়ে মোট ১০টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় প্রায় সাড়ে ৩ হাজার জনকে আসামী করা হয়েছে। এর মধ্যে কামাল উদ্দিন আব্বাসীসহ ২৯ জনকে আটক করা হয়েছে।