প্রকাশ : ২২ অক্টোবর ২০২১, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার দশটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদেরকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। অন্যথায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে তাদের হুঁশিয়ার করে দেন। ১৯ অক্টোবর মঙ্গলবার চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ানের অফিস কক্ষে অনুষ্ঠিত বৈঠকে নেতৃবৃন্দ এই কঠোর নির্দেশনা দেন দলের বিদ্রোহী প্রার্থীদের
বৈঠকে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালসহ অন্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। এছাড়া দশ ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এবং বিদ্রোহী প্রার্থীদের অনেকেও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর চাঁদপুর সদর উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই দশটি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার পাশাপাশি প্রায় সব কটি ইউনিয়নেই আওয়ামী লীগের একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তাই নেতৃবৃন্দ দলের সিদ্ধান্তের বাইরে যারা মনোনয়ন জমা দিয়েছেন তাদেরকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ার কঠোর নির্দেশনা দেন।