প্রকাশ : ২২ অক্টোবর ২০২১, ০০:০০
ঋণ খেলাপীর দায়ে চাঁদপুর সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত ১ জন চেয়ারম্যান প্রার্থীসহ ৩ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া সংরক্ষিত ওয়ার্ডে ১ জন ও সাধারণ সদস্য প্রার্থী ৪ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
বৃহস্পতিবার ২১ অক্টোবর বিকেল ৫টার দিকে জেলা নির্বাচনী কার্যালয় থেকে সদর উপজেলা নির্বাচনী কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
বাতিলকৃত প্রার্থীরা হলেন : আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী, শাহমাহমুদপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোঃ হাশেম রুশদী ও বালিয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান খান।
এছাড়া ঋণ খেলাপীর দায়ে আশিকাটি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ওয়ার্ডের একজন, সাধারণ সদস্য পদে চান্দ্রার ১, বিষ্ণুপুরের ১ ও বালিয়া ইউনিয়নের ১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২২ থেকে ২৪ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর। আগামী ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। চাঁদপুর সদর উপজেলার ১০টি ইউনিয়নে এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৭ জন, সংরক্ষিত ওয়ার্ডে ৭৮ জন ও সাধারণ ওয়ার্ডে ৩৪১ জন প্রার্থী রয়েছে।