প্রকাশ : ২২ অক্টোবর ২০২১, ০০:০০
চাঁদপুর সদর মডেল থানার বিট পুলিশিং ১৫-এর উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে মধুসূদন হাইস্কুল মাঠ সংলগ্ন ভাই ভাই ক্লাবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় বিভিন্ন আলেম-উলামা, হিন্দু সম্প্রদায়ের নেতারা, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম বার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুর রশিদের সভাপ্রধানে ও ওসি (তদন্ত) সুজন কান্তি বড়–য়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, জাফরাবাদ এমদাদীয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা জাফর আহমেদ, পুরাণবাজার ঐতিহাসিক জামে মসজিদের খতিব ও ইমাম মুফতি ইব্রাহীম খলীল, মধুসূদন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ চন্দ্র দাশ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার) বলেন, সাম্প্রদায়িক সন্ত্রাসী চক্রকে রুখতে সবাইকে সচেষ্ট থাকাতে হবে। কুমিল্লায় যারা জঘন্য কাজটি করেছে সেই অপরাধীদের চিহ্নিত করা হয়েছে, তার নাম ইকবাল হোসেন। সে অবশ্যই ধরা পড়বে। তিনি সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানান।
তিনি হাজীগঞ্জের ঘটনা সম্পর্কে বলেন, এ পর্যন্ত ২৯ জনকে আটক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের পরিবেশ যাতে সৃষ্টি না হয় সেজন্যে ওই সকল অপশক্তির বিরুদ্ধে সকলকে সজাগ থাকাতে হবে।
পুলিশ সুপার বলেন, এ দেশটা সবার। সবাই দেশের নাগরিক। আপনারা জানেন, বুধবার মুসলমানদের ঈদে মিলাদুন্নবী (দঃ), হিন্দু ধর্মের লক্ষ্মীপূজা এবং বৌদ্ধ ধর্মের প্রবারণা পূর্ণিমা একদিনে একসাথে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো সমস্যা হয়নি।
তিনি বলেন, এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে। যার যার ধর্ম সে পালন করবে। কেউ অপরাধ করলে প্রচলিত আইনে তার বিচার হবে। সন্ত্রাসী পরিকল্পনা কখনও সফল হবে না। জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করা হচ্ছে। এ বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন জেলা পুলিশের শীর্ষ এ কর্মকর্তা। তিনি সম্প্রীতির এই বাংলাদেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।
জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন, চাঁদপুরে সকল ধর্ম-বর্ণ, শ্রেণি-পেশা ও মতের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি অতীতে ছিলো, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। অন্যান্য বক্তা সভায় নিজ নিজ ধর্মের আলোকে বক্তব্য প্রদান করেন।
সম্প্রীতির এ সমাবেশ সফল করার জন্যে সহযোগিতা করেন পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কেএম সোহেল রানা, এসআই লিলুছুর রহমানসহ ফাঁড়ির পুলিশ সদস্যবৃন্দ। সমাবেশে জনপ্রতিনিধি, পেশাজীবী, সাংবাদিক, ব্যবসায়ী, কমিউনিটি পুলিশিং কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।