প্রকাশ : ২২ অক্টোবর ২০২১, ০০:০০
মতলব উত্তরে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। ২০ অক্টোবর বুধবার দুপুর ১টার দিকে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের দক্ষিণ রামপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুরা হলো ওই এলাকার সিরাজ খানের ছেলে ইয়ামিন (৫) ও ইসমাইল খানের মেয়ে জান্নাতি আক্তার (৪)। তারা একে অপরের চাচতো জেঠাতো ভাই-বোন।
স্থানীয় ও স্বজনরা জানান, বুধবার দুপুর ১টার দিকে দুই শিশু খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। দুপুর পর্যন্ত তারা বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ির পাশে পুকুরের পানিতে ওই দুই শিশিুকে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে তারা স্বজনদের খবর দিয়ে মৃত দুই শিশুকে উদ্ধার করে মতলব দক্ষিণ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বাদ মাগরিব জানাজা শেষে দুই শিশুকে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।