প্রকাশ : ২০ অক্টোবর ২০২১, ০০:০০
মতলব উত্তর উপজেলার হরিণা এলাকায় মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ১৯ অক্টোবর এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, এদিন হরিণা এলাকায় সড়ক দুর্ঘটনা হলে স্থানীয় এলাকাবাসী ও সাইফুলের সাথে থাকা সহকর্মীরা তাকে আহত অবস্থায় মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্মরত চিকিৎসক গোলাম কিবরিয়া তাকে মৃত ঘোষণা করেন। সাইফুল ইসলাম আকিজ গ্রুপে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশাল। তিনি স্ত্রী ও সন্তান নিয়ে মতলব উত্তর উপজেলায় বসবাস করতেন।
দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশার নম্বর চাঁদপুর-থ-১১-২৪৬৭। সিএনজি অটোরিকশা ড্রাইভার পলাতক রয়েছে।
মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত ডাঃ গোলাম কিবরিয়া জানান, সাইফুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার পরিবারের সদস্য ও থানা পুলিশকে অবহিত করা হয়েছে।