প্রকাশ : ২০ অক্টোবর ২০২১, ০০:০০
‘শতবর্ষের সাক্ষী তুমি হে মহান/ জন্ম তোমার ইতিহাস হবে/ দেশ হবে মহীয়ান/ তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’ বঙ্গবন্ধুকে স্মৃতিতে ধারণ করতে শে^ত পাথরে লিখা ৪টি ছোট বাক্য দিয়ে ফরিদগঞ্জের ১২নং চরদুখিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে একটি স্তম্ভ নির্মাণ করা হয়েছে। এই স্তম্ভে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ করে তাঁর প্রতি গভীর ভালোবাসার নিদর্শন স্থাপন করেছেন উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আবদুল হাই। ফরিদগঞ্জের ১৫টি ইউনিয়নের মধ্যে একমাত্র এ ইউনিয়ন পরিষদের সামনেই বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপিত হলো। ইউপি চেয়ারম্যান হাসান আবদুল হাই বঙ্গবন্ধুর প্রতিকৃতির আরো শোভাবর্ধন করতে এর পাশেই আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা দিয়ে নান্দনিকভাবে পানির ফোয়ারা নির্মাণের উদ্যোগ নিয়েছেন।
উপজেলার প্রত্যন্ত এলাকা চৌমুহনী বাজারে প্রায় এক বছর পূর্বে বঙ্গবন্ধুর এই প্রতিকৃতি নির্মাণ কাজ সম্পন্ন হয়। এটি নির্মাণ করতে ইউনিয়ন পরিষদের প্রায় দুই লাখ টাকা ব্যয় হয়েছে। এটি নির্মাণের পর তা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে উপজেলা প্রশাসনের কর্তাব্যক্তি ছাড়াও জনপ্রতিনিধিদের দাওয়াত দেয়ার উদ্যোগ নেয়া হয়েছিল। কিন্তু সেই সময়ে করোনা পরিস্থিতি ব্যাপক আকারে রূপ নেয়ায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা সম্ভব হয়নি।
ইউপি চেয়ারম্যান হাসান আবদুল হাই দাবি করে বলেন, বাংলাদেশের কোনো ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে জাতির পিতার ম্যুরাল আছে বলে আমার জানা নেই। এ ম্যুরালের পাশেই নৌকাসহ একটি নান্দনিক পানির ফোয়ারা নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, যে নেতার জন্ম না হলে আমরা একটি স্বাধীন দেশ পেতাম না, এমন নেতার স্মৃতি ধরে না রাখতে পারলে অকৃতজ্ঞের পরিচয় দেয়া হবে।