প্রকাশ : ১৯ অক্টোবর ২০২১, ০০:০০
মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউপি নির্বাচনে আট চেয়ারম্যান প্রার্থী দলীয় মনোনয়ন চেয়েছেন। ওই ৮জন প্রার্থী তাদের নিজ নিজ জীবন বৃত্তান্ত, রাজনৈতিক অবস্থান, সামাজিক ও পারিবারিক অবস্থান তুলে ধরে কাগজপত্র প্রদান করেছেন। এরা হচ্ছেন : মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মোঃ লিয়াকত হোসেন প্রধান, বর্তমান চেয়ারম্যান মোঃ শহীদউল্লাহ প্রধান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) শাহআলম খান, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন মাস্টার, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মমিনুল হক পাঠান, ৫নং উপাদী উত্তর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শামীম চৌধুরী, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ হেলাল বকাউল ও আওয়ামী লীগ নেতা মোঃ মোশারফ হোসেন। প্রত্যেক প্রার্থী দলীয় প্রতীক নৌকা পাবেন বলে আশা করছেন।
উল্লেখ্য, তৃতীয় ধাপে ২৮ নভেম্বর মতলব দক্ষিণ উপজেলার ৪টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেখ তারিখ ২ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহরের শেষ তারিখ ১১ নভেম্বর। এ উপজেলার ৪টি ইউনিয়ন হচ্ছে নায়েরগাঁও উত্তর, নায়েরগাঁও দক্ষিণ, উপাদী উত্তর ও উপাদী দক্ষিণ ইউনিয়ন।