প্রকাশ : ১৯ অক্টোবর ২০২১, ০০:০০
১২ নভেম্বর চাঁদপুর স্টেডিয়ামে শুরু হচ্ছে জেলা দাবা লীগ
আগামী ১২ নভেম্বর শুক্রবার চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জেলা কাবাডি লীগ টুর্নামেন্ট। বিকেল ৩টায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। জেলা দাবা লীগ উপলক্ষে গতকাল সোমবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার)।
|আরো খবর
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার ও টুর্নামেন্ট কমিটির সদস্য মোঃ তরিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও দাবা উপ-কমিটির সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, রোটারিয়ান শরীফ মোঃ আশ্রাফুল হক, সদস্য ও সাবেক সাঁতারু তপন চন্দ এবং চাঁদপুর কণ্ঠের ক্রীড়া বিভাগের সম্পাদক চৌধুরী ইয়াসিন ইকরাম।
উপস্থিত সকল সদস্যের ঐকমত্যে সিদ্ধান্ত হয়, আগামী ১২ নভেম্বর থেকে জেলা পর্যায়ে দাবা লীগ শুরু হবে। টুর্নামেন্টে জেলা ক্রীড়া সংস্থার ক্লাবগুলোসহ চাঁদপুর প্রেসক্লাব ও চাঁদপুর ক্লাব এ দু’টি দল অংশগ্রহণ করতে পারবে। খেলাগুলো লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে অংশ নেয়া দলগুলোকে সহসাই চিঠি দিয়ে জানিয়ে দেয়া হবে।