প্রকাশ : ১৬ মার্চ ২০২৩, ০০:০০
চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং টহল সদস্যদের মাঝে ইউনিফর্ম বিতরণ
টহল সদস্যরা শুধু কমিউনিটি পুলিশিং নয়, আপনারা হলেন পৌর পুলিশ : পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ
টহল সদস্যদের জন্য কল্যাণ ফান্ড হলে পৌরসভা থেকে অনুদান হিসেবে ১ লাখ টাকা দেবো : মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল
চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে টহল সদস্যদের ইউনিফর্ম ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৫ মার্চ বুধবার বিকেলে সদর মডেল থানায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১শ’ টহল সদস্যের মাঝে চাঁদপুর পৌরসভার অর্থায়নে এ ইউনিফর্ম বিতরণ করা হয়।
|আরো খবর
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির প্রধান উপদেষ্টা মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার)। তিনি তাঁর বক্তব্যে বলেন, টহল সদস্যগণ পুলিশের একটি অংশ। টহল সদস্যরা শুধু কমিউনিটি পুলিশিং নয়, আপনারা হলেন পৌর পুলিশ। আপনাদের সবার ইউনিফর্ম আছে। রাতের অন্ধকারে যখন দায়িত্বে থাকেন পোশাকের কারণে সবাই আপনাদেরকে কমিউনিটি পুলিশ হিসেবে চিনে। সুতরাং আপনারা ভালো কাজ করেন বলেই মানুষ শান্তিতে ঘুমায়। তিনি আরো বলেন, চাঁদপুর পৌরসভার অর্থায়নে কমিউনিটি পুলিশিং টহল সদস্যদের ইউনিফর্ম দেয়ায় ধন্যবাদ জানান এবং প্রতি বছর এ ইউনিফর্ম বিতরণ জন্য অনুরোধ করছি। এছাড়া ঈদ আনন্দে এক রকম পোশাক পরে ঈদ আনন্দ করতে টহল সদস্যদের পাঞ্জাবি দেয়া হবে আমার পক্ষ থেকে। সুশীল সমাজ এগিয়ে আসলে টহল সদস্যদের কার্যক্রম আরো বেগবান হবে। টহল সদস্যরা তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে আহ্বান জানিয়েছেন।
চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শেখ মোঃ মনির হোসেন বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোটাঃ মোঃ জামাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, জেলা কমিটির সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, সদর উপজেলা কমিটির সভাপতি সালেহ উদ্দিন আহমেদ জিন্নাহ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন অঞ্চল-৬-এর সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবদুর রহমান গাজী।
এ সময় উপস্থিত ছিলেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ওমর ফারুক, পৌর কমিউনিটি পুলিশিং কমিটির কোষাধ্যক্ষ মোঃ খোরশেদ আলম কাঞ্চন, অঞ্চল-১২-এর সভাপতি মোহাম্মদ নূর খান, অঞ্চল-৪ সভাপতি আলহাজ্ব কাজী হুমায়ুন কবির, অঞ্চল-১-এর সভাপতি মোঃ সিরাজুল ইসলাম সিরু মিজি, অঞ্চল-১৩-এর সভাপতি ডাঃ এএসএম মোস্তাফিজুর রহমান, অঞ্চল-৭-এর সাধারণ সম্পাদক সেলিম রেজাসহ বিভিন্ন অঞ্চলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন কর্মকর্তাগণ।
চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল বলেন, আমাদের টহল সদস্যদের কার্যক্রম প্রশংসনীয়। তাদের পোশাক ও বিভিন্ন সামগ্রীর জন্য কমিটিকে প্রতি বছর ফান্ড তৈরি করতে হয়। আর সেই ফান্ড তৈরি করতে কমিটিকে বেগ পোহাতে হয়। টহল সদস্যদের জন্য কল্যাণ ফান্ড করা প্রয়োজন। টহল সদস্যদের জন্য কল্যাণ ফান্ড হলে পৌরসভা থেকে অনুদান হিসেবে ১ লাখ টাকা দেবো।