প্রকাশ : ১৯ অক্টোবর ২০২১, ০০:০০
আগামীকাল শহীদ মিনার প্রাঙ্গণে বিশাল সমাবেশ
ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদের আহ্বান
রুখো সন্ত্রাসবাদ, বাঁচাও মানবতা
সাম্প্রদায়িক শক্তি জঙ্গি গোষ্ঠী আবারো সেই পুরানো চেহারায় মাথাচাড়া দিয়েছে। তারা বিভিন্ন জায়গায় অমুসলিমদের বাড়ি-ঘর, ধর্মীয় উপাসনালয়ে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করছে, মানুষ হত্যা করছে। মানবতাবিরোধী এসব সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠীকে প্রতিহত করা, প্রতিরোধ করা মানুষ হিসেবে তো বটেই; মুসলমান হিসেবেও প্রত্যেকের ঈমানি দায়িত্ব। কোনো একটি জায়গার এবং দু’ একজন ব্যক্তির অপরাধের জন্যে দেশের অন্যান্য জায়গায় অমুসলিমদের উপর হামলা, নির্যাতন কখনো ইসলাম সমর্থন করে না। বরং এসব কর্মকান্ডের দ্বারা শান্তির ধর্ম ইসলামকে অন্য ধর্মের মানুষের কাছে ভয়ঙ্কর রূপে উপস্থাপন করা হচ্ছে। মানুষরূপী এসব হায়েনাদের কর্মকা- ইসলামকে কলঙ্কিত করছে।
|আরো খবর
তাই আমরা যারা সুফিবাদী সুন্নী মুসলমান, তাদের দায়িত্ব হচ্ছে ওই সাম্প্রদায়িক শক্তি জঙ্গি গোষ্ঠীকে প্রতিহত করা, প্রতিরোধ করা। একই সাথে অমুসলিম ভাই-বোনদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের বাড়ি-ঘর ও ধর্মীয় উপাসনালয় যেনো কোনো কুচক্রী মহলের দ্বারা আক্রান্ত না হয় সেদিকে সজাগ ও সতর্ক থাকা।
আমি এএইচএম আহসান উল্লাহ, ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদ চাঁদপুর-এর আহ্বায়ক হিসেবে জেলাবাসীর প্রতি অনুরোধ জানাচ্ছি, এবারের ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি অনুষ্ঠানের আলোচনায় যেনো সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়টি গুরুত্ব পায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এঁর পূত পবিত্র আদর্শের কথা তুলে ধরে তাঁর জীবনাদর্শ যে সকল ধর্ম-বর্ণের মানুষের জন্যে শান্তিময়, অনুকরণীয় তা তুলে ধরুন। সকল ধর্মের মানুষের প্রতি ইসলামের যে সাম্য, মৈত্রী, সম্প্রীতির বন্ধনের বাণীগুলো রয়েছে, তা জনগণের সামনে তুলে ধরুন। অতীতে যেভাবে আমরা সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠীকে প্রতিহত করেছি, এবারো আমরা সম্মিলিতভাবে প্রতিরোধ করবো, প্রতিহত করবো। এটাই হোক এবারের ঈদে মিলাদুন্নবীর মূল কথা।