শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২১, ০০:০০

হাজীগঞ্জে শিক্ষকের ঘরে শত্রুতার আগুন!
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জে শিক্ষকের ঘরে শত্রুতাবশত আগুন দেয়ার অভিযোগ উঠেছে। এতে করে ঐ শিক্ষকের বসতঘরের মালামাল পুড়ে যাওয়াসহ প্রতিপক্ষের বিভিন্ন হুমকি-ধমকিতে আতঙ্কে আছেন। এ ঘটনায় ঐ শিক্ষক গত ১৪ অক্টোবর হাজীগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন। এতে বিবাদী করা হয়েছে ২ জনকে। গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটে উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের দক্ষিণ সাদ্রা মিজি বাড়িতে।

ক্ষতিগ্রস্ত হাজীগঞ্জ সরকারি পাইলট হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক আঃ মালেক তার লিখিত অভিযোগে বলেন, সাদ্রা মিজি বাড়ির মোঃ মনির হোসেন খোকন, মনির হোসেনের স্ত্রী লাকী বেগম আইন-কানুন কিছুই মানে না। তাদের সাথে এই শিক্ষকের সম্পত্তিগত বিরোধ রয়েছে এবং তা থেকে তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। তিনি তার নিজস্ব ভূমিতে কচুরি ফেনা স্তূপাকৃতি করে রাখেন শাক-সবজির (তরকারির) চারা রোপণের জন্যে। এ বিষয় নিয়ে অভিযুক্তরা আঃ মালেককে গালমন্দ করে ও প্রকাশ্যে হুমকি দিয়ে বলে, আমার পরিবারের সদস্যদের মারধর করবে, সম্মানহানি করবে, সম্পত্তি ভোগদখলে বাধা সৃষ্টি করবে, গাছপালা বিনষ্ট করবে, এমনকি বসতঘর পুড়িয়ে এলাকা থেকে বের করে দিবে। এসব ঘটনার জের ধরে বিবাদীরা ঘটনার দিন কেরোসিন তেল দিয়ে আমার বসতঘরের পূর্ব পাশের রুমে আগুন লাগিয়ে দেয়। এতে আমাদের চিৎকার শুনে অন্যরা এগিয়ে এসে আগুন নেভায়।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়