প্রকাশ : ১৭ অক্টোবর ২০২১, ০০:০০
আন্তর্জাতিক সেবামূলক সংগঠন রোটারী ডিস্ট্রিক্ট-৩২৮২-এর আওতাধীন রোটারী ক্লাব অব মতলবের নিয়মিত সাপ্তাহিক সভা ১৬ অক্টোবর বুধবার রাত সাড়ে ৭টায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভার শুরুতে রোটারী ক্লাবের চার্টার প্রেসিডেন্ট রোটাঃ ডাঃ একেএম মাহাবুবুর রহমান চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
শুভেচ্ছার জবাবে বক্তব্য রাখেন ডাঃ একেএম মাহাবুবুর রহমান। আরো বক্তব্য রাখেন চার্টার সেক্রেটারী ও পাস্ট প্রেসিডেন্ট রোটাঃ মোহাম্মদ মোফাজ্জল হোসেন, প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ রেদওয়ান আহমেদ জাকির, ট্রেজারার রোটাঃ মোঃ মনির হোসেন, মেম্বার রোটাঃ সজল কুমার ঘোষ, রোটাঃ আনিছুর রহমান শাহীন ভূঁইয়া, রোটাঃ সাইফুল ইসলাম মোহন প্রমুখ। এ সময় ক্লাবের সেক্রেটারী এবং মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুশরাত জাহান মিথেন, ক্লাবের সার্জেন্ট অ্যাট আর্মস রোটাঃ উত্তম কুমার ঘোষ, ডিরেক্টর রোটাঃ আরিফ কাদরী, রোটাঃ নূর-ই-আলম মোবাইল ফোনের মাধ্যমে সভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সম্মতি জ্ঞাপন করেন।