প্রকাশ : ১৫ অক্টোবর ২০২১, ০০:০০
কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননা করার ঘটনায় চাঁদপুরের হাজীগঞ্জে ব্যাপক সহিংস ঘটনা ঘটেছে। বুধবার রাতে পূজামণ্ডপে হামলা ভাংচুরসহ ব্যাপক সংঘর্ষে চারজন মারা গেছেন। এছাড়া কচুয়াসহ আরো কিছু জায়গায় বিছিন্নভাবে সহিংসতা ঘটেছে। তবে ফরিদগঞ্জ উপজেলা ছিলো পুরোপুরি শান্তিপূর্ণ। অথচ ফরিদগঞ্জে সবচেয়ে বেশি গোলযোগ হওয়ার আশঙ্কা ছিল। কারণ, চাঁদপুর জেলার মধ্যে ফরিদগঞ্জ উপজেলায় মাদ্রাসার সংখ্যা সবচেয়ে বেশি। আবার পূজামণ্ডপের সংখ্যাও অনেক। কোনো কোনো ইউনিয়নে বাড়ি বাড়ি পূজা হয়। কিন্তু কোথাও কোনো ধরনের সমস্যা হয় নি। সব জায়গায়ই পূজা শান্তিপূর্ণভাবে হচ্ছে।
জানা গেছে, এই গোলযোগের আশঙ্কার সময়টাতে ফরিদগঞ্জের জনগণের পাশে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। তিনি বুধবার সন্ধ্যা থেকে ফরিদগঞ্জের পুরো উপজেলা চষে বেড়িয়েছেন। তাঁর দলের নেতা-কর্মীদেরও তিনি মাঠে সক্রিয় রেখেছেন যাতে কোথাও কোনো ধরনের সমস্যা না হয়। ফরিদগঞ্জ বাজারসহ স্পর্শকাতর এলাকায় তাঁর কর্মীরা ছিলেন সক্রিয়। চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান নিজেও রাত সাড়ে ১১টা পর্যন্ত মাঠে ছিলেন। উপজেলা চেয়ারম্যান এবং তাঁর নেতা-কর্মীদের এমন সক্রিয়তায় ফরিদগঞ্জের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে।