প্রকাশ : ১৪ অক্টোবর ২০২১, ০০:০০
আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁদপুর সদরের ১০ ইউপিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। ১৩ অক্টোবর বুধবার বিকেলে উপজেলা নির্বাচন ও সংশ্লিষ্ট অফিসে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। এর পূর্বে বুধবার বেলা ১২টায় ইসলামী আন্দোলনের জেলা কার্যালয়ে দলের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদের স্বাক্ষরিক দলীয় মনোনয়নপত্র তুলে দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবদীন, সিনিয়র সহ-সভাপতি গাজী মোঃ হানিফ, সেক্রেটারী কেএম ইয়াসীন রাশেদ সানী, নির্বাহী সদস্য মাওলানা নূরুল আমিন, জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা হেলাল আহমাদ, সদর উপজেলা আন্দোলনের সভাপতি ডাঃ বেলাল হোসাইন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত চাঁদপুর সদর উপজেলার ১০টি ইউনিয়নের হাতপাখার চেয়ারম্যান প্রার্থীরা হলেন : বিষ্ণুপুর ইউনিয়নে অজিউল্লাহ সরকার, আশিকাটি ইউনিয়নে মোঃ মাসুদ গাজী, শাহমাহমুদপুর ইউনিয়নে মোঃ শাহজামাল গাজী, রামপুর ইউনিয়নে আলতাফ হোসেন, মৈশাদী ইউনিয়নে আজহারুল ইসলাম, তরপুরচ-ী ইউনিয়নে মোঃ মারুফ সর্দার, বাগাদী ইউনিয়নে মোঃ নেয়ামত উল্লাহ, বালিয়া ইউনিয়নে মোঃ নুরুদ্দিন খান, চান্দ্রা ইউনিয়নে মাওঃ মোঃ মজিবুর রহমান মিয়াজী ও হানারচর ইউনিয়নে মোঃ মনির হোসেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মোঃ জয়নাল আবদীন ও সেক্রেটারি কেএম ইয়াসীন রাশেদসানী বলেন, এলাকায় গ্রহণযোগ্যতার ভিত্তিতে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত চাঁদপুর সদর উপজেলার ১০টি ইউনিয়নের হাতপাখার চেয়ারম্যান প্রার্থী দিয়েছি। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন হলে আমরা আমাদের প্রার্থীদের বিজয়ী নিয়ে আশাবাদী।